প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্ভোগ এড়াতে র্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিষ্কার করবে বিএনপি

জনদুর্ভোগের কথা বিবেচনা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিষ্কার কর্মসূচি পালন করবে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, "বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে ঢাকায় আগামীকালের র্যালি বাতিল করে উত্তর ও দক্ষিণ বিএনপি তাদের এলাকায় সব খাল-নর্দমা পরিষ্কার করার উদ্যোগ নেবে।"
আজ সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
রিজভী বলেন, "র্যালির কারণে গোটা শহর প্রায় স্থবির হয়ে যায়। এতে মানুষের ভোগান্তি হয়। এ কারণেই আগামীকালের র্যালি বাদ দিয়েছি। এর পরিবর্তে খাল, নালা ও নদী পরিষ্কার করার কর্মসূচি পালন করা হবে।"
এর আগে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকায় বর্ণাঢ্য র্যালির ঘোষণা দেওয়া হয়েছিল।