দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনরায় প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য: তারেক

জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টের শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক। সেইসঙ্গে বিএনপির যত নেতা এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, যারা গত দেড় দশকের আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন এবং গত বছর ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
পোস্টে তারেক বলেন, 'এখনও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আইনের শাসন, স্বাধীনভাবে মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আর এজন্য জনগণের নির্বাচিত জবাবদিহিমূলক সরকার অতীব জরুরি।'
তিনি বলেন, 'গত দেড়যুগ ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে, যদি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারি। এটাই হোক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে আমাদের অঙ্গীকার।'
দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
তারেক বলেন, 'নতুনভাবে আবির্ভূত মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে। কারণ, এটি আইন বহির্ভূত একটি হিংসাত্মক আচরণ, যা জনমনে ভীতি ও আতঙ্ক তৈরি করে। জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।'