নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

জাতীয় নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে পৃথক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আজ (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা আগামীকাল বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পৃথকভাবে বৈঠক করবেন।
বিএনপির সঙ্গে বিকাল ৩টায় বৈঠক অনুষ্ঠিত হবে, আর জামায়াত ও এনসিপির সঙ্গে যথাক্রমে সাড়ে ৪টা এবং সন্ধ্যা ৬টায় বৈঠক হবে বলে জানান প্রেস সচিব।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া থেকে সরকারকে কোনো ষড়যন্ত্র আটকাতে পারবে না।
এর আগে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি ঐক্যের আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, 'আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে, জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে এবং গণতন্ত্রে আমাদের সফল রূপান্তর নিশ্চিত করতে এই ঐক্য অপরিহার্য।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে পুনরায় নিশ্চিত করছে যে, জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যথাসময়ে অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পবিত্র অঙ্গীকার।'
সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানায়, 'নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র, বাধা বা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছাই জয়ী হবে এবং গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে কোনো অশুভ শক্তি দুর্বল করতে পারবে না।'
বিবৃতিতে সরকার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলারও তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, 'এই ধরনের সহিংসতা কেবল জনাব নুরের ওপরই নয়, বরং ন্যায়বিচার ও জবাবদিহিতার জন্য ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের চেতনার ওপরও একটি আঘাত।'
সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেছে যে, এই 'জঘন্য ঘটনা'র একটি পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্বের সাথে পরিচালিত হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, 'কোনো ব্যক্তি, তার প্রভাব বা অবস্থান নির্বিশেষে, জবাবদিহিতা থেকে অব্যাহতি পাবে না। দ্রুত ও স্বচ্ছতার সাথে বিচার নিশ্চিত করা হবে।'