জাকসু নির্বাচন: ভিপি-জিএস পদে আলোচনায় যেসব প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে ২৭টি পদে লড়বেন মোট ১৭৯ জন শিক্ষার্থী।
এর মধ্যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন শিক্ষার্থী। জিএস পদে প্রার্থী হয়েছেন দুই নারীসহ মোট ৯ জন। এ ছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৬ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে খসড়া তালিকায় ছিলেন ২৭৬ জন প্রার্থী। এর মধ্যে ৮৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন। একাধিক পদে মনোনয়ন থাকায় বাতিল হয় আরও ৬টি। মনোনয়ন বাদ পড়ে ২০ জনের, পরে আপিলের মাধ্যমে ১৫ জন প্রার্থীতা ফিরে পান।
পাঁচটি প্যানেল ঘোষণা
চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পর্যন্ত ৫টি পক্ষ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এগুলো হলো—ইসলামি ছাত্রশিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্রদল, স্বতন্ত্র প্যানেল এবং বামপন্থীসংগঠন ও অন্যান্যদের মিলিত 'সম্প্রীতির ঐক্য'। এছাড়া ছাত্র ইউনিয়নের একাংশ 'সংশপ্তক পর্ষদ' নামের একটি প্যানেল ঘোষণার কথা জানিয়েছে।
ভিপি প্রার্থী
ভিপি পদে আলোচনায় রয়েছেন বাগছাসের আরিফুজ্জামান উজ্জ্বল, সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত্য রায়, ছাত্রদলের শেখ সাদী, স্বতন্ত্র প্রার্থী আবদূর রশিদ জিতু এবং ছাত্রশিবিরের আদিবুল্লাহ আদিব।
জিএস প্রার্থী
জাকসু নির্বাচনের জিএস প্রার্থী হিসেবে ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী, ছাত্রশিবিরের মাজহারুল ইসলাম, বাগছাসের তৌহিদ সিয়াম, স্বতন্ত্র প্রার্থী শাকিল আলী আলোচনায় আছেন।
এজিএস প্রার্থী
ছয়জন নারী প্রার্থীসহ এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। এ পদে বাগছাস থেকে মালিহা নামলাহ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট থেকে সোহাগি সামিয়া, জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন সংগঠনের ফারিয়া জামান নিকি ও শিবির থেকে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচন করবেন।