সাবেক ছাত্রদল নেতা রাজের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নাশকতার চার মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন সকালে সাবেক ছাত্রদল নেতা রাজ আদালতে আসেন। এসময় তার সমর্থকেরা আদালত চত্ত্বরে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন।
সকাল সাড়ে ১০ টার দিকে শেরাবাংলা নগর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। শুনানি শেষে এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া তেজগাঁও, রমনা ও উত্তরখান থানার তিন মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এই তিন মামলায়ও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওেয়া হয়।
রাজের পক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'সাবেক ছাত্রনেতা রাজের চার মামলায় ৯ বছরের সাজা হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় তাকে দণ্ডিত করা হয়েছে।'এ
তিনি আরও বলেন, 'সব মামলায় আজ রাজ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আশা করি, শিগগিরই এসব মামলায় উচ্চ আদালতে তিমি জামিনে মুক্ত হবেন।'