কাল ঘোষণা হতে পারে ইসির নির্বাচনী রোডম্যাপ

আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ইসির সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, 'আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।'
বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে দুপুরে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে৷'
তিনি বলেন, 'শিগগিরই প্রকাশ হতে পারে।'
এছাড়া সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে৷ আর তফসিল হবে তার দু'মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে।
প্রসঙ্গত, ভোট প্রস্তুতির বিষয়ে ইসির পক্ষ থেকে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পযবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোষ্টাল ব্যালট পদ্ধতি, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা বিষয়গুলো তুলে ধরা হয় রোডম্যাপে।