সিইসির সঙ্গে মার্কিন দূত ট্রেসি জ্যাকবসনের বৈঠক কাল
ইসি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

এ এম এম নাসির উদ্দিন ও ট্রেসি অ্যান জ্যাকবসন। ফাইল ছবি/সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
আজ বুধবার সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথমবারের মতো মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক হচ্ছে।