নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণে প্রথম দিনে ১৮ আসনের শুনানি সম্পন্ন

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রথম দিনের শুনানিতে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের ৮১১টি আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে ছিল ৪২৯টি এবং পক্ষে ৩৮২টি আবেদন।
রোববার (২৪ আগস্ট) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চাঁদপুর-২, ৩; ফেনী-৩; এবং লক্ষ্মীপুর-২, ৩ আসনের শুনানি নেওয়া হয়।
সীমানা পুনর্নির্ধারণ শুনানির শুরুতে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, 'আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।'
আগামীকাল (২৫ আগস্ট) খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি ও চট্টগ্রাম অঞ্চলের ২০টি দাবি-আপত্তির শুনানি হবে। ২৬ আগস্ট ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি দাবি-আপত্তির শুনানি হবে।
গত ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসনের সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এসব আবেদন নিষ্পত্তি করে ২৭ আগস্টের মধ্যে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। গাজীপুরে একটি আসন বাড়িয়ে করা হয় ছয়টি।