রাজধানীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-আইস উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ইয়াবা, আইস ও কুশ উদ্ধার হয়েছে। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারেরা হলেন- মো. খাইরুল ইসলাম ওরফে রিয়ান (২৬), মিলন মোল্লা, শুকুর মোহাম্মদ রিপন (৫০) এবং শহিদুল ইসলাম (৪৫)।
জানা যায়, আমান হাউজিং সোসাইটির ওই বাসা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. খাইরুল ইসলাম ওরফে রিয়ান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার রিয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন শেখেরটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একাধিক মাদক মামলার আসামি মিলন মোল্লার কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম 'আইস' (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়।

ডিএনসির দাবি, এসব মাদকের মূল মালিক পলাতক আসামি সৌরভ ইসলাম শান্ত ওরফে তোফায়েল হোসেন শান্ত এবং ইয়াছমিন আক্তার আঁখি। সৌরভ ইসলাম শান্তকে ডিএনসি তালিকাভুক্ত মাদক গডফাদার হিসেবে উল্লেখ করেছে। তার নামে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একই দিন পল্টন ডাক ভবনের বৈদেশিক ডাকঘরে অভিযান চালিয়ে অস্ট্রেলিয়া থেকে আসা ২৮০ গ্রাম টেট্রাহাইড্রোক্যানাবিনল (কুশ) উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শুকুর মোহাম্মদ রিপনকে গ্রেপ্তার করে ডিএনসি।