'বাংলাদেশ জেল'-এর নাম পরিবর্তন, নতুন নাম হবে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে 'কারেকশন সার্ভিসেস বাংলাদেশ' করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
তিনি জানান, কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে 'বাংলাদেশ জেল'-এর নাম পরিবর্তন করে 'কারেকশন সার্ভিসেস বাংলাদেশ' করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া, আইনকানুন যুগোপযোগী করার জন্য 'কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫'-এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
কারা মহাপরিদর্শক বলেন, তীব্র জনবল সংকটের সমস্যা কাটানোর লক্ষ্যে সরকার নতুন জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে। পাশাপাশি আরও দেড় হাজার জনবলের চাহিদা পাঠান হয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।