ডাকসু নির্বাচন: ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রকাশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট দায়ের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর ছবি, নাম, হল, বিভাগ ও শিক্ষাবর্ষ সংবলিত ব্যক্তিগত তথ্য প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থী আজ (২৪ আগস্ট) হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন। ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শন করার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।
রবিবার (২৪ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা এ রিট আবেদন করেন বলে জানান তাদের আইনজীবী মো. ফয়জুল্লাহ ফায়েজ।
রিটকারীরা হলেন- সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা তাসনিম ঝুমা ও রিফাত রেদোয়ান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য এবং নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে এতে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ফয়জুল্লাহ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি বাদ দিতে উপাচার্যের কাছে চিঠি দেন শিক্ষার্থীরা। এরপরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় রিট আবেদনটি করা হয়।'
এর আগে ডাকসু নির্বাচন ঘিরে গত ১১ আগস্ট ঢাবির প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর ছবি, নাম, হল, বিভাগ ও শিক্ষাবর্ষ সংবলিত একান্ত ব্যক্তিগত তথ্য সবার জন্য উন্মুক্ত করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২৩ আগস্ট ডাকসুর চিফ রিটার্নিং অফিসার বরাবর লিগ্যাল নোটিশ দেওয়া হলেও সুরাহা না পেয়ে রবিবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন তারা।
রিটকারীদের দাবি, শিক্ষার্থীদের তথ্য সবার কাছে উন্মুক্ত করাটা বাংলাদেশের বিদ্যমান সংবিধানের ৩১, ৩২ ও ৪৩ নং ধারার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এছাড়াও ভোটার লিস্টের ওপেন অ্যাক্সেসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেসি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নারী শিক্ষার্থীরা হ্যারাসমেন্ট ও বুলিং এর শিকার হয়েছে বলেও অভিযোগ তাদের।