ডাকসু নির্বাচন: এখন পর্যন্ত চূড়ান্ত যেসব প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিকে ক্যাম্পাসে উত্তেজনা দিন দিন বাড়ছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি ছাত্রসংগঠন ও জোট তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। শিক্ষার্থীরা এখনো কোন প্যানেল থেকে কে লড়ছে তা নিয়ে সরগরম আলোচনায় ব্যস্ত।
এবারের নির্বাচনে ছাত্রদল, বাম ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্রজোট, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন প্রার্থী তালিকা জমা দিয়েছে। পাশাপাশি স্বতন্ত্র কিছু প্যানেলও ভোটের মাঠে নামার ঘোষণা দিয়েছে। ফলে ডাকসুর প্রায় সব পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
টিবিএস পাঠকদের জন্য এখন পর্যন্ত ঘোষিত চূড়ান্ত প্যানেলগুলো নিচে দেওয়া হলো—
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ
গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত এই প্যানেলে ভিপি পদে লড়বেন বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের, জিএস পদে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আবু বাকের মজুমদার, এবং এজিএস পদে লড়বেন বাগছাসের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন।
ছাত্রদল সমর্থিত প্যানেল
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান ভিপি পদে, কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম জিএস পদে, এবং বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে কমিটিও দিয়েছে।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ২৮ সদস্যের প্যানেলে ভিপি পদে লড়বেন সংগঠনটির সাবেক সভাপতি মো. আবু সাদিক (কায়েম), জিএস পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।
প্রতিরোধ পর্ষদ
বামধারার ছাত্র সংগঠনগুলোর জোট 'গণতান্ত্রিক ছাত্রজোট' ঘোষণা করেছে তাদের সম্মিলিত প্যানেল 'প্রতিরোধ পর্ষদ'। ভিপি পদে লড়বেন শামসুন নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে গঠিত এই প্যানেলে ভিপি পদে লড়বেন উমামা। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে সাংবাদিক নেতা মহিউদ্দিন মুজাহিদ মাহির।
ডাকসু ফর চেঞ্জ
গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত অধিকার পরিষদ সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
সমন্বিত শিক্ষার্থী সংসদ
মো. জামাল উদ্দীন খালিদ ভিপি, জিএস পদে এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকার এবং এজিএস পদে ফাতেহা শারমিন (এ্যানি) প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সচেতন শিক্ষার্থী সংসদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত 'সচেতন শিক্ষার্থী সংসদ'-এ ভিপি পদে লড়বেন সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।
অপরাজেয় ৭১-অদম্য ২৪
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল-এর সমন্বিত প্যানেলে ভিপি পদে লড়বেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী নাইম হাসান হৃদয়, জিএস পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এনামুল হাসান অনয় এবং এজিএস পদে দর্শন বিভাগের অদিতি ইসলাম।
ইউনিটি টু রিবিল্ড
গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছেন। এ প্যানেল থেকে আরমানুল এজিএস পদে লড়বেন। এছাড়া মো. জুবায়ের বিন নেসারী ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে একটি আংশিক প্যানেল রয়েছে।
ডাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে অনেক শিক্ষার্থীও কেন্দ্র ও হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের ফলাফলের মাধ্যমে জানা যাবে কারা শেষ পর্যন্ত জয়ী হবেন এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের দায়িত্ব কাঁধে নেবেন।