একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সাথে মিলে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করছে: ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে 'একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে মব উসকে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে' বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। খবর বিবিসি বাংলার।
আজ (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম গ্রহণের শেষদিনে ছাত্রদলের মনোনয়ন প্রার্থী কয়েকজনকে বাধা দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে 'একদল শিক্ষার্থী ডাকসুকে বানচাল করার চেষ্টা করছে' বলে অভিযোগ তোলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এ সময় 'মব উসকে দিয়ে' ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছে বলে তারা জানিয়েছে। এতে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।