সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপত্তি শুনানি শুরু ২৪ আগস্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে দায়ের করা আপত্তি ও পরামর্শের ওপর শুনানি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে।
সোমবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশন কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের সদর দপ্তরে এই শুনানি অনুষ্ঠিত হবে এবং ২৭ আগস্ট পর্যন্ত চলবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুনানিতে সভাপতিত্ব করবেন। এ সময় চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবও উপস্থিত থাকবেন।
ইসি উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে আপত্তি বা সুপারিশ জমা দিয়েছেন, শুধু তাদেরই শুনানিতে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "এলাকাভিত্তিক আসনের সীমানা নির্ধারণের বিষয়ে প্রাপ্ত আপত্তি ও পরামর্শ একটি গণশুনানি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।"
কমিশন জানিয়েছে, নতুন করে কোনো আপত্তি গ্রহণ করা হবে না এবং ১০ আগস্টের সময়সীমা শেষ হওয়ার পর জমা দেওয়া কোনো আবেদন বিবেচনা করা হবে না।
শুনানিতে শুধুমাত্র মূল আপত্তিকারী, তার মনোনীত উপদেষ্টা অথবা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত আইনজীবী অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের অবশ্যই বৈধ জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। শুনানির জন্য নির্ধারিত সময়সূচি চূড়ান্ত এবং এটি পরিবর্তন করা যাবে না।
তফসিল অনুযায়ী, ২৪ আগস্ট কুমিল্লা অঞ্চল; ২৫ আগস্ট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চল; ২৬ আগস্ট ঢাকা অঞ্চল এবং ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের আসনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
১০ আগস্টের শেষ সময় পর্যন্ত কমিশন ৮৩টি আসনের সীমানা সংক্রান্ত মোট ১,৭৬০টি আপত্তি ও পরামর্শ পেয়েছে। শুনানি শেষে কমিশনের আইন শাখা সংশ্লিষ্ট পক্ষগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে, যা জাতীয় নির্বাচনের আগে আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণের পথ প্রশস্ত করবে।