ডাকসু নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহ শেষ, মোট প্রার্থী ৫৬৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ (১৮ আগস্ট)।
এদিন মোট ৪৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফলে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় পর্যায়ে মোট ৫৬৫ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, 'ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেয়নি। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম যদি অপরাধীর তালিকায় পাওয়া যায়, তবে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।'
সিইসি জানান, এর মধ্য দিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষ হলো। আগামীকাল মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হল সংসদ নির্বাচন
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি হল সংসদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ২২৬ জন প্রার্থী।
এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭, জসীমউদ্দিন হলে ৭৪, জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮, এফ রহমান হলে ৭৩ জনসহ মোট ১২২৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সব মিলিয়ে ডাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১ হাজার ৭৯১ জন প্রার্থী।