জামায়াত একমাত্রিক ও একদলীয় দেশ বানানোর পাঁয়তারা করছে : রিজভী

বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্রিক ও একদলীয় দেশ গঠনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে 'জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি' উপলক্ষে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, 'এক চেতনাধারীর বিদায় হয়ে আরেক চেতনাধারীর আবির্ভাব হয়েছে।'
তিনি অভিযোগ করে আরও বলেন, 'ইসলামিক ফাউন্ডেশনের ডিজি তার কর্মকর্তা-কর্মচারীদের বলেছেন, জামায়াতের রোকন না হলে তাদের চাকরি থাকবে না। অনেক সরকারি দপ্তর থেকেও অভিযোগ পাওয়া যাচ্ছে যে তাদেরকে জামায়াতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।'
ধর্মের নামে নতুন চেতনা চাপিয়ে দেওয়ার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 'আপনাদের রাজনৈতিক দলে না গেলে কাউকে মুনাফিক, মুরতাদ বলা বন্ধ করেন। উন্নততর গণতান্ত্রিক পদ্ধতির চর্চা করেন, যেখানে রাজনৈতিক মতাদর্শের জন্য কাউকে বঞ্চিত করা হবে না।'
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ২০০৮ সালের নির্বাচনকে পরিকল্পিত এবং সুষ্ঠু হয়নি দাবি করে বলেন, '২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়নি। এটি ছিল একটি পরিকল্পিতভাবে সাজানো নির্বাচন। মিথ্যা ইতিহাস, যেটা ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ২০০৮ সালে নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে, তার পূর্ব নকশা করা হয়েছিল। সেই অনুযায়ীই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল।'
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং সঞ্চালনা করেন অধ্যাপক সৈয়দ মাজহারুল হক সোহাগ।