৪০০ টাকার ফুল নিয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে মারধরের শিকার রিকশাচালক

৪০০ টাকা দিয়ে ফুল কিনে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক ব্যক্তি। তিনি নিজেকে রিকশাচালক হিসেবে পরিচয় দিয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার একটি অংশ ওই রিকশাচালকের ওপর চড়াও হয়।
তাকে দেখেই কেউ কেউ আওয়ামী লীগ, আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকেন। এর মধ্যে একজন তার হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন। তোড়াটিতে '১৫ আগস্ট জাতীয় শোক দিবস' লেখা ছিল।
কাঁদতে কাঁদতে ওই রিকশাচালক বলেন, 'আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনছিলাম শাহবাগ থেকে ৪০০ টাকা দিয়ে ভাই। আমার বহুত কষ্টের টাকা। আমি সারাদিনে এই টাকাটা ইনকাম করছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে। আমি কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত না ভাই।'
এ সময় উপস্থিত কয়েকজন তার রিকশাটিও ভাঙচুরের চেষ্টা করেন। রিকশা রেখে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে মারধর করে। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈন্যু মারমা বলেন, 'রিকশা চালককে উপস্থিত জনতা মারধর করছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। তাকে আটক করা হয়নি। বর্তমানে সে থানায় আছে। কেউ পাঠিয়েছে কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।'
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।