ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত, আহত ৮

ফরিদপুর-খুলনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর একটার দিকে সদর উপজেলার কানাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নারী এবং হাসপাতালে নেওয়ার পর দুজন পুরুষ মারা যান।
নিহত দুই পুরুষের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন আতিয়ার ও রঞ্জিত। তবে নিহত নারীসহ আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের বাস দুটির মধ্যে এই সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর ফরিদপুর-খুলনা মহাসড়কে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।