ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এই আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, আজ শনিবার (২৯ নভেম্বর) আলফাডাঙ্গা পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষ সমাবেশ আহ্বান করায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ে উল্লিখিত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন, এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৩টায় আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে জনসভা আয়োজন করা হয়।
অন্যদিকে, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের নেতৃত্বে এস এম খোশবুর রহমান খোকনের নেতৃত্বাধীন পক্ষ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে হামলার প্রতিবাদে এবং নবগঠিত উপজেলা বিএনপি কমিটি বাতিলের দাবিতে একই স্থান ও একই সময়ে প্রতিবাদ সমাবেশ ডাকে।
এই পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও রাসেল ইকবাল বলেন, "বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। নির্ধারিত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, এ আদেশ অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।"
