কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িচাপায় প্রাণ গেল ২ বছরের শিশুর, চালক পলাতক
কুমিল্লার হোমনায় সহকারী কমিশনারের (ভূমি) বা এসিল্যান্ডের সরকারি গাড়িচাপায় ফাইজা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভেতর টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক রয়েছেন।
নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার ফয়জুল হকের মেয়ে। ফয়জুল হক এসকেএফ ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি হিসেবে হোমনায় কর্মরত। অন্যদিকে, অভিযুক্ত চালক তাওয়াবুর রহমান মাস্টার রোলে এসিল্যান্ডের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এসিল্যান্ডকে বাসা থেকে আনতে সরকারি গাড়িটি নিয়ে বের হচ্ছিলেন চালক তাওয়াবুর রহমান। এ সময় মায়ের সঙ্গেই রাস্তায় খেলছিল শিশু ফাইজা। দৌড়াদৌড়ির একপর্যায়ে হঠাৎ শিশুটি চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে হোমনা উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন 'ফারিয়া' বিক্ষোভ মিছিল করে চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিষয়টিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, 'এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবুও প্রশাসন নিহত শিশুটির পরিবারের যেকোনো সহযোগিতায় পাশে আছে। চালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।'
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সড়ক দুর্ঘটনা হিসেবে নিশ্চিত করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবার কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
