মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষিকার মৃত্যু

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
৪৫ বছর বয়সী মাহফুজা ২৫ শতাংশ দগ্ধ শরীর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও সেপটিসিমিয়ায়ও ভুগছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে বার্ন ইন্সটিটিউটে ভর্তি রোগীর সংখ্যা ২৩। আর ১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।