মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩৭

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে।
নিহত শিক্ষার্থীর নাম তাসনিয়া, বয়স ১৫ বছর। সে আইসিইউ (বেড নং ০৬), ল্যাভেন্ডার ইউনিটে ৩৫ শতাংশ বার্ন নিয়ে চিকিৎসাধীন ছিল।
আজ (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
মৃত্যুর আগে তাসনিয়া ৩৩ দিন বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন ছিল।
এছাড়া, দুর্ঘটনায় দগ্ধ হওয়া অনেক রোগী এখনও সংকটজনক অবস্থায় নিবিড় পরিচর্যায় রয়েছেন।