প্রযুক্তিগত ত্রুটির কারণে ঢাকায় ফিরে এল বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট

প্রযুক্তিগত ত্রুটির কারণে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট সোমবার (১১ আগস্ট) ঢাকায় অবতরণ করে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের ড্যাশ-৮ এয়ারক্রাফট (রেজি. নং এস২-একেআই) দ্বারা পরিচালিত বিমানের ফ্লাইট 'বিজি-৬১৫' দুপুর ২টা ৩৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং প্রায় ২০ মিনিট পর ২টা ৫৫ মিনিটে ঢাকায় ফিরে আসে।
সূত্র জানায়, উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে পাইলট ফিরে আসার সিদ্ধান্ত নেন।