ঢাকার নিউ মার্কেটে সেনা অভিযানে সামুরাই-চাপাতিসহ ১,১০০ ধারালো অস্ত্র উদ্ধার, আটক ৯

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টি সামুরাই, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান, এসব অস্ত্র কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছিল।
সেনাবাহিনী সূত্র জানায়, শনিবার রাতে নিউ মার্কেটের রোকনের 'মমতাজ ট্রেডার্স', হৃদয় মিয়ার 'শাকিল ক্রোকারিজ' ও স্বপন মিয়ার 'থ্রী ডট ক্রোকারিজ' দোকানে অভিযান চালানো হয়। এ সময় রুকনুজ্জামান, রাব্বি, রোমান, আলী আকবর, সাজিদ হাসান, আলী, হৃদয় মিয়া, নুর হোসেন ও মো. স্বপন—এই ৯ জনকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু ও মিট হ্যামার।
রাত ১১টার দিকে মোহাম্মদপুর সেনানিবাসের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পাশে ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ব্যাটালিয়নের 'ডেয়ারিং টাইগার্স'-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম উদ্দিন আহমেদ বলেন, "এ ধরনের অস্ত্র কিশোর গ্যাংয়ের শোডাউনে প্রায়ই দেখা যায়। একটি সংঘবদ্ধ চক্র সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র তুলে দিচ্ছে। নিউ মার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।"
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "কেউ সামুরাই, চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। অনেকে শখ বা স্যুভেনির হিসেবে এগুলো কিনলেও বাস্তবে সন্ত্রাসীরা এসব অস্ত্র ব্যবহার করছে। এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে—এই প্রবণতা যেকোনোভাবে বন্ধ করতে হবে।"
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, "ইনশাআল্লাহ কিশোর গ্যাং বন্ধ করবই। আশপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান সম্ভব।"