যাত্রী হয়রানি, অনিয়মের অভিযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

কর্তব্যরত আনসার সদস্য ও রেলওয়ে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, বেআইনিভাবে অর্থ আদায় এবং সার্বিক অব্যবস্থাপনার একাধিক অভিযোগের ভিত্তিতে আজ (৬ আগস্ট) হঠাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হয়রানি ও অবৈধ আচরণের শিকার যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর, দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, আনসার, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য কমিশনের একটি দল ছদ্মবেশে সাধারণ যাত্রী সেজে স্টেশনে যায়। তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকজন যাত্রীর সাক্ষাৎকার গ্রহণ করে।

অভিযানের সময় দুদকের দল একাধিক অনিয়ম চিহ্নিত করে। এর মধ্যে ছিল—রেলওয়ে কর্মীদের টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ গ্রহণ করে ভ্রমণের অনুমতি দেওয়া, কোনো প্রকার রসিদ না দেওয়া এবং যাত্রীদের প্রতি আনসার সদস্যদের দুর্ব্যবহার ও হয়রানি। এসব অনিয়ম দুদকের দল নথিভুক্ত করে।
এছাড়াও, তারা বেআইনিভাবে অর্থ আদায়সহ বিভিন্ন ঘটনার আলোকচিত্র ও ভিডিও প্রমাণ সংগ্রহ করে।
পরে দলটি কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে এবং যাত্রী হয়রানি ও নিয়ম লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
দুদকের উপ-পরিচালক আক্তারুল ইসলাম বলেন, 'অভিযানকালে সংগৃহীত প্রমাণের পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে কমিশনে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।'