এ অবস্থায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কল্পনা করাও কঠিন: সামান্তা শারমিন

জুলাই হত্যাকাণ্ডসহ গুম-খুন ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি তেমনটা হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, 'এ অবস্থায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কল্পনা করাও কঠিন।'
আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণার পর সামান্তা শারমিন এ কথা বললেন।
নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয় হলো আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার। কিন্তু সেগুলো এখনো দৃশ্যমান হয়নি। এমনকি বিগত তিনটি অবৈধ নির্বাচনের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাউকে বিচার ও শাস্তির আওতায় আনা হয়নি।'
তিনি বলেন, 'অন্যদিকে গত এক বছরে দেশের কোথাও কোনো নির্বাচন হয়নি। যার কারণে নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে এখনো সঠিক অ্যাসেসমেন্ট (মূল্যায়ন) করা কঠিন।'
সামান্তা শারমিন বলেন, 'এছাড়াও আওয়ামী লীগেরও সেই অর্থে কোনো বিচারপ্রক্রিয়ার অগ্রগতি তেমনটা হয়নি। এ অবস্থায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কল্পনা করাও কঠিন। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান অবস্থাও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে নাকচ করে।'
তিনি আরো বলেন, 'এরপরেও প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের সাত মাস বাকি। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অন্যান্য বিষয় ঠিকঠাক করা সম্ভব হলে একটা ভালো নির্বাচন হতে পারে।'