প্রথমবার শাহজালালের থার্ড টার্মিনালের বোর্ডিং ব্রিজ ব্যবহার করলো বিমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্মিত থার্ড [তৃতীয়] টার্মিনালের যাত্রী বোর্ডিং ব্রিজ (পিবিবি) এবং ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (ভিডিজিএস) প্রথমবারের মতো সফলভাবে ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
সোমবার (৪ আগস্ট) সকালে রোম থেকে আসা বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি টার্মিনাল ৩-এ অবতরণ করে। ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, যার পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার হিসেবে ছিলেন তাহসিন।
এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় টার্মিনাল-৩ এর পূর্ণাঙ্গ চালুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে কর্তৃপক্ষ। বিমান এক বার্তায় জানায়, এই পরীক্ষামূলক কার্যক্রম টার্মিনাল-৩ এর সক্ষমতা ও সেবার মানে এক নতুন মাত্রা যুক্ত করেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এই পরীক্ষামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিমান সূত্র জানায়, সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন সিস্টেমের পরীক্ষা চালানো হয়। এর মধ্যে ছিল—ভিডিজিএস, বোর্ডিং ব্রিজে থাকা বহিরাগত বিদ্যুৎ সরবরাহ, এয়ার কন্ডিশনিং ব্যবস্থা এবং বিমানে পানি সরবরাহের কার্যকারিতা।
ভিডিজিএস এমন একটি প্রযুক্তি, যা বিমানের পাইলটকে নির্ধারিত গেটে বিমান পার্ক করতে নির্ভুল নির্দেশনা দেয়। এতে গ্রাউন্ড স্টাফের ওপর নির্ভরতা কমে এবং সময় সাশ্রয় হয়। একইসঙ্গে জেট ব্রিজ বা অন্যান্য যন্ত্রাংশের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও হ্রাস পায়।