বিমানের হ্যাঙ্গার থেকে টায়ার চুরির অভিযোগ, থানায় জিডি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হ্যাঙ্গার থেকে ১০টি টায়ার চুরির অভিযোগ উঠেছে। এগুলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিমানের সূত্র।
এঘটনায় সোমবার (১৮ আগস্ট) বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে বাংলাদেশ বিমান এবং তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিমানের মুখপাত্র এবিএম রওশন কবির টিবিএসকে বলেন, "১০টি টায়ার আন-সার্ভিসেভল পড়েছিল। এগুলো অকশনে বিক্রির জন্য রাখা হয়েছিল। ১৬ আগস্ট বিমানের প্রকৌশল শাখার দুইজন ইমপ্লয়ী এগুলো ইউএস-বাংলার স্টাফদেরকে হস্তান্তর করে—তাদের কাছ থেকে ৬টি টায়ার নিচ্ছিল। এসময় আমাদের নিরাপত্তা রক্ষীরা তাদের ধরে ফেলে।"
তিনি বলেন, "এ ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"
তারা কি টায়ার বিক্রি করার চেষ্টা করছিল কি-না এমন প্রশ্নে তিনি বলেন, "তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।"
এবিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার টিবিএসক বলেন, "উড়োজাহাজের টায়ারের বিষয়ে বিমান বাংলাদেশ একটি সাধারণ ডায়েরি করেছে। তবে চুরির কোনো ঘটনা না, মূলত একজন আরেকজনকে চাকাগুলো ব্যবহার করতে দিয়েছে। একটা এয়ারলাইনসের সঙ্গে এক্সচেঞ্জ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করব।"
যোগাযোগ করা হলে ইউএস বাংলা এয়ারলাইনসের মুখপাত্র কামরুল ইসলাম এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।