ওসমান হাদির সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ওমর বিন হাদি
শহীদ শরিফ ওসমান হাদির সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ভাই ওমর বিন হাদি।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি এই জিডি করেন। জিডিতে তিনি নিজের এবং হাদির সন্তানের জীবন হুমকির মুখে বলে উল্লেখ করলেও এর সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ওসমান হাদির মৃত্যুর পর তার সন্তান ও নিজের জীবন হুমকিতে আছে বলে জিডিতে উল্লেখ করেছেন ওমর বিন হাদি। এজন্য তিনি তাদের দুইজনের নিরাপত্তা চেয়েছেন। তবে জীবন হুমকিতে থাকার কোনো সুনির্দিষ্ট কারণ বলেননি।'
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সন্ত্রাসীদের হামলার শিকার হন।
মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অত্যন্ত কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে এবং ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ শরিফ ওসমান হাদি।
