চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) দুপুরে কোতোয়ালী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সাবেক এই সেনা কর্মকর্তা রোববার চট্টগ্রামের একটি আদালতে একটি চলমান মামলায় হাজিরা দিতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। তিনি চিটাগং ক্লাবের একটি আবাসিক কক্ষ ভাড়া নিয়ে সেখানে ওঠেন এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
সোমবার সকালে অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ কক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, 'ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।'
এম হারুন-অর-রশিদ ১৯৮৯ সালে মেজর জেনারেল এবং ১৯৯২ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান। তিনি ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক, ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), এবং ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত ওয়েস্ট জোনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান এবং ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত এই পদে ছিলেন।
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে 'বীর প্রতীক' উপাধিতে ভূষিত করা হয়। তিনি ২০০৬ সালে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন এবং ২০১২ সালে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হন।