টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থীদের এনসিপির পদযাত্রায় যেতে ‘বাধ্য করার’ প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নিতে 'বাধ্য করার' প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্কুলটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে তারা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা 'শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না' বলে স্লোগান দেন।
পরে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গতকাল মঙ্গলবার শহরের নিরালার মোড়ে এসসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য দলটির নেতারা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যান। স্কুলে ক্লাস চলাকালে তারা ক্লাসরুমে প্রবেশ করেন। তারা শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের জোর করে পদযাত্রায় নিয়ে যান। শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, এনসিপি যা করেছে, সেজন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিত শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অভিযোগের বিষয়ে টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, 'আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি, ভবিষ্যতে এনসিপির কোনো সভায় তাদের আনা হবে না।'
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জাল হোসেন বলেন, 'জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বিদ্যালয়ে এসে সকাল ১১টার সময় তাদের পদযাত্রায় ছাত্রদের অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেই। পরে ১১টা ৪৫ মিনিটে স্কুল ছুটি হওয়ার পর হয়তো ছাত্ররা যেতে পারে। তবে বিষয়টি আমার জানা নেই।'