বৃহস্পতিবারের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত হতে পারে: আলী রীয়াজ

চলতি সপ্তাহের বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সংলাপের শুরুতে তিনি বলেন, "আশা করছি পরশু দিনের (বৃহস্পতিবার) মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব।"
তিনি আরও বলেন, "৩১ জুলাইয়ের মধ্যে যেভাবেই হোক সনদের চূড়ান্ত রূপ, অন্ততপক্ষে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে।"
জানা গেছে, সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারের মধ্যেই দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আর রাজনৈতিক দলগুলোর কাছে প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো পাঠানো হবে আজ বা আগামীকালের মধ্যে।
আলী রীয়াজ বলেন, "এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মন্তব্যের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করছি। আশা করছি, বিভিন্ন মন্তব্য একত্র করে প্রাথমিকভাবে যেসব বিষয়ে ঐকমত্য এসেছে, তা আজ কিংবা আগামীকালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিতে পারব। সেইসঙ্গে এখন পর্যন্ত দ্বিতীয় ধাপের সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোও যুক্ত করে আগামী পরশুদিনের মধ্যে সনদের কাঠামোতে পৌঁছাতে চাই।"
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নতুন প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, "সেগুলো সমন্বয় করে একটি সম্মিলিত প্রস্তাব উপস্থাপন করতে চাই। কারণ, প্রতিটি দলের নিজস্ব বক্তব্য রয়েছে। সেটিকে সম্মান জানিয়ে এবং সমন্বিতভাবে সামনে এগোনোর চেষ্টা করছি।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব মতামত এসেছে, সেগুলোর ভিত্তিতে একটি সামগ্রিক প্রস্তাব তৈরি করে তা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রতিটি দলের ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে—সেগুলোকে সম্মান জানিয়ে সঠিকভাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে কমিশন। যদিও এতে কিছুটা সময় লাগছে, তবুও এটি পরবর্তী আলোচনাকে অনেক সহজ করে দেবে।"
প্রতিনিধিদের আন্তরিকতা ও সহনশীলতার জন্য ধন্যবাদ জানিয়ে আলী রীয়াজ বলেন, "কমিশনের প্রতি রাজনৈতিক নেতারা যে সহিষ্ণুতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।"
এর আগে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা পৌনে ১২টার দিকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের বৈঠক শুরু হয়।
আজকের আলোচনার বিষয়েও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রয়েছে। এর আগে এ বিষয়ে আরও ৪ দিন আলোচনা হয়েছে। এছাড়া, প্রধান বিচারপতি নিয়োগ, জরুরি অবস্থা ঘোষণা, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগসংক্রান্ত বিধান নিয়েও আজ আলোচনার হওয়ার কথা রয়েছে।
বৈঠকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. আইয়ুব মিয়া।