জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা এসবি-র, ৬ নির্দেশনা

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) আশঙ্কা করছে, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। স্পেশাল ব্রাঞ্চ থেকে জারি করা এক অফিস আদেশে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও মহানগরের পুলিশ কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এতে বলা হয়, 'ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো গত ১ জুলাই হতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই হতে ০৮ আগস্ট ২০২৫ খ্রি. পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ।'
এতে আরও বলা হয়, 'উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।'
এমতাবস্থায়, কার্যাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে ৬টি নির্দেশনা প্রদান করা হয় অফিস আদেশে।
১. ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা;
২. ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা;
৩. বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা;
৪. গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা;
৫. মোবাইল পেট্রোল জোরদার করা এবং
৬. গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
এছাড়া কোন অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা; ডিআইজি, সিটি স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা; পুলিশ সুপার ডিএসবি, আরএসবি (সকল); উপ-পুলিশ কমিশনার, সিটি স্পেশাল ব্রাঞ্চ বরিশাল, গাজীপুর, রংপুর ও সিলেট এবং স্পেশাল পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা-কে তাৎক্ষণিকভাবে অবহিত করা যেতে পারে বলে অফিস আদেশে জানানো হয়।