নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ফলে তাৎক্ষণিক রাজনৈতিক অনিশ্চয়তা কমে এসেছে: ডিসিসিআই সভাপতি
নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ফলে তাৎক্ষণিক রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই কমে এসেছে বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ৷
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
তাসকীন আহমেদ বলেন, 'রাজনৈতিক পরিস্থিতির এই স্বচ্ছতা ব্যবসায়ীদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে, বিনিয়োগকারীদের প্রকৃত আস্থা এখন নির্ভর করছে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলার শান্তিপূর্ণ পরিস্থিতির ওপর।'
প্রশাসনের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশার কথা তুলে ধরে ডিসিসিআই সভাপতি বলেন, 'প্রশাসনের কাছে আমাদের প্রধান প্রত্যাশা হলো, পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কঠোর আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনকে অগ্রাধিকার দেওয়া।'
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনকে অবশ্যই শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ব্যাংক, কাস্টমস ও বন্দরের মতো জরুরি অর্থনৈতিক সেবা খাতগুলো যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, তার নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে, নির্বাচনকালীন সময়ে শান্তি বজায় রাখার বিষয়ে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আশ্বাসের বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
অর্থনীতির স্বার্থে সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তাসকীন আহমেদ বলেন, 'অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। এটি সরকারকে বৈধতা দেয়, যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করে। এছাড়া বিশ্ববাজারে বাংলাদেশের আস্থা ধরে রাখা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) আকর্ষণ এবং একটি অনুমানযোগ্য ও টেকসই অর্থনৈতিক নীতি নিশ্চিত করার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
