২৯৭ কোটি টাকার দুর্নীতি মামলা: আবুল বারকাতকে দুদকে জিজ্ঞাসাবাদ

জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় রিমান্ডে থাকা জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
এর আগে গত ২৩ জুলাই জনতা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যাপক বারকাতকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করে দুদক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। সেই ধারাবাহিকতায় আজ ছিল রিমান্ডে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ।
গত ফেব্রুয়ারিতে 'অ্যাননটেক্স' নামের একটি গ্রুপের নামে ২৯৭ কোটি টাকার বেশি ঋণ আত্মসাতের অভিযোগে অধ্যাপক বারকাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার পর গত ১০ জুলাই ধানমন্ডির বাসা থেকে আবুল বারকাতকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়।