খাল-বিল দখলকারীদের দলীয় মনোনয়ন দেবে না বিএনপি: আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খাল-বিল দখলকারীরা যেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন না পান, সে বিষয়ে কাজ করবে তার দল। তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে পরিবেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
শনিবার (২৬ জুলাই) আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে 'রোড টু গ্রিন ম্যানিফেস্টো: ডায়লগ অন পলিটিক্যাল ম্যানিফেস্টো' শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা দাবি করেন, যারা শিল্পকারখানার মাধ্যমে পানি দূষণ করছেন, ভূমি দখল ও পরিবেশ বিনষ্ট করছেন, তাদের যেন দলীয় মনোনয়ন না দেওয়া হয় এবং তারা যেন সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে না পারেন।
আমীর খসরু বলেন, 'শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তার ফলে জনগণের চিন্তার মধ্যে যে পরিবর্তন এসেছে, সেটা রাজনৈতিক দলগুলোকে ধারণ করতে হবে; না হলে তারা টিকে থাকতে পারবে না।'
তিনি আরও বলেন, পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা—এই তিনটি বিষয়ের ওপর নির্বাচনি ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিএনপি নেতা বলেন, 'স্বৈরাচারি সরকারের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতা না থাকায় দখল ও দূষণ বেড়েছিল। এখন সেটা হবে না। জনগণের কাছে দলগুলোকে জবাবদিহি করতে হবে।'
তিনি বলেন, 'বিএনপি যদি ক্ষমতায় আসে, তখন জনগণ জানতে চাইবে—আপনারা সেমিনারে পরিবেশের কথা বলেছিলেন, তা বাস্তবে কতটুকু করেছেন?'