আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ ব্যানার; করা হচ্ছে পরিষ্কার

ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 'আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' নামে দুটি ব্যানার টাঙিয়ে পরিষ্কার করা হচ্ছে। গত বুধবার (২৩ জুলাই) থেকে ১০তলা এই ভবন পরিষ্কার করা শুরু হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ১০ থেকে ১২ জন ব্যক্তি ভবনটির নিচতলা পরিষ্কার করছেন।
এই কাজে নিযুক্তরা জানান, তারা সম্পূর্ণ ভবন পরিষ্কার করবেন।
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে 'আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' নামের ব্যানার টাঙানোর বিষয়ে সেখানে অবস্থানরত ব্যক্তিরা জাতীয় দৈনিক প্রথম আলোকে বলেন, 'পুরো ভবনটি পরিষ্কার–পরিচ্ছন্ন করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে গত বছরের জুলাই–আগস্টের অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে।'
ক্ষমতার জোরে সরকারি জমি দখল করে এই ভবন তৈরি করা হয়েছিল দাবি করে তারা আরও বলেন, 'পুরো ভবনের কোন তলায় কী হবে, তা ছাত্র–জনতা ঠিক করে নেবে।'
তবে সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম–পরিচয় প্রকাশ করতে রাজি হননি বলে প্রথম আলোর ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়া 'আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট'- নামের এই প্রতিষ্ঠানটি কে বা কারা তৈরি করেছে এসব বিষয়েও তারা কিছু বলতে রাজি হননি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ জুন গুলিস্তান এলাকায় অবস্থিত ১০ তলা এই কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।