আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
গতকাল বুধবার (২৩ জুলাই) চীনের কুনমিং বিমানবন্দরে তিনি মৃত্যুবরণ করেন।
বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'দেশে ফেরার পথে গতকাল স্থানীয় সময় দুপুরে চীনের কুনমিং বিমানবন্দরে ইমিগ্রেশনে ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জরুরি চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে চীনের ইয়ান'আন হাসপাতালে নেওয়া হয়।'
তিনি আরও বলেন, 'হাসপাতালের প্রাথমিক পর্যবেক্ষণে মৃত্যুর কারণ হিসেবে মায়োকার্ডিয়াল ইনফার্কশন (হার্ট অ্যাটাক) উল্লেখ করা হয়।'
ড. আবু সায়েম বলেন, 'আজ বিকেল ৪টায় আমরা জানতে পেরেছি। আমরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি, যেন দ্রুত দেশে তার লাশ দেশে আনা সম্ভব হয়।'
অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম দ্য দেসুন একাডেমি অব সায়েন্সেস (ডিএওএস)-এর আমন্ত্রণে সপ্তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ১৭ জুলাই দক্ষিণ কোরিয়া যান।