ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান' ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) এই ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি অফিস থেকে জানা গেছে, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মোট ৭ হাজার ৫৫৩ জন। আসনগুলোর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ৯৬২টি, ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৭৮টি এবং মানবিক শাখার জন্য ১৬৯৪টি আসন বরাদ্দ রয়েছে। শাখা অনুযায়ী তিনটি পৃথক মেধাক্রম অনুসরণ করে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
এই ইউনিটে এবার মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন মধুপুর শহিদ স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী মোহাম্মদ শাহারিয়ার শিমুল। বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী রিফাত আল রাফি। এছাড়া বাণিজ্য শাখা থেকে প্রথম হয়েছেন রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী মোহাম্মদ আবির আহমেদ রেহান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম (চয়েস লিস্ট) ফরম পূরণ করতে পারবে।
বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। এছাড়া কোনো শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণ করতে চাইলে নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে ২১ থেকে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন।
