দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরে গেল চট্টগ্রাম বিমানবন্দরে

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।
বিজি-১৪৮ ফ্লাইটটি ২৮৭ জন যাত্রী নিয়ে নির্ধারিত যাত্রাপথ অনুযায়ী প্রথমে সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
পরে সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামে ফিরে এসে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানটি বর্তমানে বিমানবন্দরের ৮ নম্বর বে-তে রাখা হয়েছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন।
চট্টগ্রাম বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ফ্লাইটের সব যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইট বিজি-১২২-এ অনবোর্ড করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে (সকাল ১০টা ৫০ মিনিট) ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।