মাইলস্টোনে বিক্ষোভে পুলিশি হামলা: এনসিসি সংলাপ থেকে তিন বাম দলের প্রতীকী ওয়াকআউট

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে জাতীয় ঐক্যমত্য কমিশনের (এনসিসি) সংলাপ সভা থেকে ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করেছে তিনটি বামপন্থী রাজনৈতিক দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
আজ বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকার দিয়াবাড়িতে অনুষ্ঠিত কমিশনের ১৮তম সংলাপ অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর কিছু পরেই তারা এই প্রতীকী কর্মসূচি পালন করে।
কমিশনের এই অধিবেশন সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অধিবেশন শুরুর আহ্বান জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
কার্যক্রম চলাকালে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, 'মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদ করছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে। এটি অতীতের কর্তৃত্ববাদী শাসনের আচরণের পুনরাবৃত্তি। আমরা নতুন মুখের আড়ালে পুরোনো কৌশলের পুনরাবৃত্তি দেখছি।'
একজন উপদেষ্টার করা মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এটা একটি পরিচিত আখ্যান। শেখ হাসিনার মতো নেতারা দীর্ঘদিন ধরে দায় এড়াতে এবং জনসমর্থন পেতে এই ধরনের ভাষা ব্যবহার করে আসছেন।'
তিনি আরও বলেন, 'সংলাপ গুরুত্বপূর্ণ হলেও, আমাদের অসন্তোষ প্রকাশ না করে অংশগ্রহণ করা সম্ভব নয়। আমরা দশ মিনিটের জন্য বেরিয়ে যাচ্ছি।'
জেএসডির স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এই কর্মসূচিতে সমর্থন দেন।
এসময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, 'আমরা এই প্রতীকী প্রতিবাদকে গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে স্বাগত জানাই। তাদের বক্তব্য এখন জনরেকর্ডে যুক্ত হয়েছে এবং আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।'
ওয়াকআউটের প্রায় ২৫ মিনিট পর সকাল ১১টা ২৫ মিনিটে তিনটি দল আবারও সংলাপে যোগ দেয়।