সচিবালয় ছেড়ে শিক্ষার্থীরা স্টেডিয়াম মার্কেট এলাকায়, পুলিশ জিরো পয়েন্টে

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় এই প্রতিবেদন লেখার সময় তারা গুলিস্তানের স্টেডিয়াম মার্কেট এলাকায় অবস্থান করছেন।
বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার কারণে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। যদিও এরইমধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, 'মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত তিনটার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে? সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। তাই তাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছি।'
বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। প্রথমে তারা সচিবালয়ের তিন নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে বিকেল পৌনে চারটার দিকে তারা ফটক খুলে প্রশাসনের প্রাণকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন।
এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের সচিবালয় থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরবর্তীতে বিকাল থেকে তাদের একটি বড় অংশ স্টেডিয়াম মার্কেট এলাকার মূল সড়কে অবস্থান করছিল।
অন্যদিকে পুলিশ সচিবালয়ের পাশে জিরো পয়েন্ট এলাকার নূর হোসেন চত্বরে অবস্থান নিয়েছে। পুলিশ সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন।
বর্তমানে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশ, র্যাব, কোস্ট গার্ড ও বিজিবি সদস্যরা অবস্থান করছেন। সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
তবে স্টেডিয়াম মার্কেট এলাকায় আন্দোলনকারীরা অবস্থান করায় গুলিস্তান সড়কে এখনো যান চলাচল বন্ধ।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে গুলিস্তান এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
এদিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।