রক্ত দিতে প্ল্যাকার্ড হাতে মানুষের ভিড়

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিজেদের ফোন নম্বর ও রক্তের গ্রুপ প্ল্যাকার্ডে লিখে অবস্থান করছেন কয়েকশ মানুষ।
আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালের সামনে এ দৃশ্য দেখা যায়।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এখন ২৩ জন ভর্তি আছেন। যারা ভর্তি আছেন তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত এক চিকিৎসক।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বেলা ১টা ৬মিনিটে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ এর দোতলা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।