মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাইলট নিহত

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগর মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের বাবার নাম তহুরুল ইসলাম ও মায়ের নাম সালেহা খাতুন। বাবা-মায়ের বড় সন্তান ছিলেন তিনি।
আইএসপিআর সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি আজ (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
উড্ডয়নের কিছুক্ষণ পর বেলা ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের এক ক্ষুদে বার্তায়। খবর পেয়ে ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এদিকে, নিহত তৌকির ইসলাম সাগরের বাবা-মা ও বোনকে বিমানবাহিনীর একটি এয়ারক্রাফটে ঢাকায় আনা হচ্ছে।
বিকেল ৫ টায় রাজশাহী নগরীর বাসা থেকে তার বাবা-মা ও বোনকে র্যাবের একটি গাড়িতে করে শাহমখদুম বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে বিমানবাহিনীর বিশেষ বিমানে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
তৌকীর রাজশাহীর সরকারি ল্যাবরেটরী স্কুলে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর পাবনা ক্যাডেট কলেজ থেকে পড়াশুনা শেষ করে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। তার ভাই ব্যবসা করেন। গত বছর তৌকির ইসলাম বিয়ে করেছিলেন। তার স্ত্রী ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক।