মোহাম্মদপুরে পোলট্রি ব্যবসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় পোলট্রি ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল (১ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ রাসেল (৩৫)।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। রাসেলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে, পরে সে মারা যায়।"
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পোলট্রি ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় এলাকায় সক্রিয় কয়েকজন কিশোর গ্যাং সদস্যও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাসেলের ওপর ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়।
পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
