মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: শোক জানিয়ে বৈঠক স্থগিত জাতীয় ঐকমত্য কমিশনের

রাজধানীর মাইলস্টোন কলেজের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে বৈঠক মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কমিশন।
আজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীর দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের ষোড়শ দিনের আলোচনার শুরু হয়।
উল্লেখ্য, আজ দুপুরে উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীসহ ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর রয়েছেন বলে জানা গেছে।