হাতিরঝিল চক্রাকার বাসে চালু হলো 'র্যাপিড পাস' সেবা

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও একধাপ এগিয়ে নিতে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে চালু হলো 'র্যাপিড পাস' সেবা।
রোববার (২০ জুলাই) বিকাল ৩টায় এফডিসি কাউন্টার সংলগ্ন এলাকায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, 'সড়ক নিয়ে মানুষের অভিযোগ অনেক বেশি। আমরা চাই মানুষের স্বস্তি ফেরাতে। মেট্রোরেলের কারণে একটি গতি এসেছে। সড়কেও এই গতি আনতে হবে। আজ থেকে বিআরটিএ ফিটনেসবিহীন বাস নিয়ে অভিযান শুরু করেছে। কোন ব্যবসায়ী বা বাস মালিককে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ ফিটনেস না থাকা।'
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত র্যাপিড পাস কার্ডের মাধ্যমে এখন থেকে হাতিরঝিল চক্রাকার বাসে ডিজিটাল উপায়ে ভাড়া পরিশোধ করতে পারবেন যাত্রীরা। এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি পরিচালিত সার্ভিসে র্যাপিড পাস সংযুক্ত হওয়ায় যাত্রীসেবা আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
শেখ মইনউদ্দিন বলেন, 'এই প্রযুক্তি ধীরে ধীরে টোল প্লাজা ও ট্রেনেও বাস্তবায়ন করা হবে যেন মানুষ একটি কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারেন।'
ডিটিসিএর পক্ষ থেকে জানানো হয়, নগর পরিবহনে ডিজিটাল পেমেন্ট চালু করার উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন রুটে ধাপে ধাপে র্যাপিড পাস কার্যক্রম চালু করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।