গোপালগঞ্জে হামলা: ব্লকেড সরিয়ে নেতা-কর্মীদের সড়কের একপাশে অবস্থানের নির্দেশ নাহিদের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে শুরু হওয়া বিক্ষোভ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বুধবার বিকেলে এনসিপির ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নির্দেশ দেন।
পোস্টে নাহিদ বলেন, 'ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।'
গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক, নারায়ণগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আবার হামলা হয়। আজ দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলা হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।