ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপি-তে ১,৮৭৩ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮৭৩টি মামলা করেছে ডিএমপি'র ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ৩৩৪টি গাড়ি ডাম্পিং ও ১৭০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (১৪ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি'র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।