সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ৮০ শতক জমিসহ ২ বাড়ি জব্দ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত চলমান থাকায় সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নামে থাকা উত্তরা মডেল টাউনের ৫ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা বাড়ি ও রাজবাড়ী জেলায় তিনতলা বাড়িসহ ৮০.৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের পক্ষে উপপরিচালক মোজাম্মিল হোসেন এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় মামলা করা হয়েছে। তিনি ঢাকা ও রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে এ পর্যন্ত তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, জিল্লুল হাকিম রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য।